প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আত্রাইয়ে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

সামসুজ্জামান সেন্টু ,আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা পরিষদ গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।নওগাঁ -৬( আত্রাই রাণীনগর) আসনের এমপি প্রার্থী মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে মো.খবিরুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়। আর কোনো ভোট ডাকাতি জনগণ দেখতে চায় না।তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণ মেনে নেবে না। ষড়যন্ত্রমূলকভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা হলে তা জনগণ রুখে দাঁড়াবে।সেই সঙ্গে তিনি ৫ দফা দাবি উপস্থাপন করেন।উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর আশাদুল্লাহ আল গালিব, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আইন সম্পাদক রায়হান কবির,মো. মশিউর রহমান লিটন,হাফেজ মাওলানা মো. ওবায়দুল্লাহ, মো.ইয়াকুব আলী সহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন