প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মিনারুল ইসলাম, বিশেষ, প্রতিনিধি ঃ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বগুড়ার গাবতলীতে উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। এরআগে স্থানীয় হাইস্কুল মাঠে এক সমাবেশ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও: ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাও: আব্দুল হাকিম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাও: আব্দুল মজিদ। আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আ: ওয়াদুদ, যুগ্ম সেক্রেটারী আ: রহমান, নায়েবে আমীর মোর্শেদুর রহমান, জামায়াত নেতা সাকিরুল ইসলাম, রফিক বিন জাবেদসহ আরো অনেকে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন