
নিউজ ডেক্স রিপোর্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের দিনমজুর সুজন ও ববিতা দম্পতির প্রায় দুমাস আগে জন্ম হওয়া কন্যা শিশুটির হার্টের সমস্যা কারনে তার চিকিৎসার জন্য জীবনের সমস্ত আায় ব্যয় করে এখন নিঃস্ব বাবা মার দিন কাটছে অশ্রুজলে।। এই দুমাস বিভিন্ন স্থামে করে এখন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না।
চিকিৎসক বলেছেন, জন্মগত ভাবেই শিশুটির হার্টে দুটো ফুটো হয়েছে, অপারেশন করতে হবে, যার ব্যায় পরিবারের সম্ভব নয়, বিধায় চিকিৎসা না করে শিশু টিকে বাবা মা নিজ নাড়ীতে এনে আল্লাহর উপর ভরসা করে আছে, আর চোখের জলে দিনাতিপাত করছে।।
শিশুটিকে বাঁচাতে ও তার সুচিকিৎসার জন্য বিত্তশালী ব্যক্তি, দানশীল ব্যক্তি সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দের নিকট সাহায্য চেয়ে হাত জোড় করে আকুল আবেদন জানিয়েছেন দিনমজুর বাবা সুজন ও তার গর্ভধারণী অসহায় মা ববিতা।।
সংশ্লিষ্ট কতৃপক্ষ ও বিত্তবান গন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ও একটি মায়ের কোলে সন্তান ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করবেন এটাই প্রত্যাশা সচেতন মহলের।।
যোগাযোগ ঃ
০১৯৬৭-৯৩৫৩৬৮।।। (নগদ)
০১৭৫১৭৮৮৩০১ ।
০১৭১৮ ৩১৪৫৪৯।।
বেশি বেশি শেয়ার করে করে একটি শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসি।।