
চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি:
দুর্গা পূজাকে কেন্দ্র করে লালমনিরহাটে কোন ধরণের অনাকাঙিক্ষত ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে র্যাব ১৩ এর লে. কমান্ডার মেহেদী হাসান।এছাড়া দূর্গা পূজার সময় যে কোন ধরনের অনাকাঙ্খািত ঘটনা মোকাবেলায় পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন থাকার কথাও জানিয়েছেন মেহেদী হাসান। বৃহষ্পতিবার সকালে গৌরীশঙ্কর সোশালা সোসাইটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করার পাশাপাশি আগামী ০২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকারর কথা জানিয়েছেন মেহেদী হাসান। দুস্কৃতিকারী অথবা অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের উপর কোনরূপ হামলা, পূজামন্ডপ ভাংচুর বা পূজার উপকরণাদি ভাঙ্গা,ডাকাতি,চুরি বা কোন ধরণের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে যেকোন ধরণের গুজব, উস্কানিমূলক তথ্য বাবা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি রাখছে বলেও জানিয়েছেন লে. কমান্ডার মেহেদী হাসান। আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা এবং আগামী ০২ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে তা শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্যও কামনা করেছেন তিনি। এবার লালমনিরহাটে ৪৭১ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।