
মোঃ ইব্রাহিম সরকার, স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকবে ত্রি-দেশিয় বাণিজ্যি কেন্দ্র খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর।
বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ।
স্থলবন্দর কার্যালয় ও ব্যবসায়ীরা জানান, সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি বিষয়ে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সকল ব্যবসায়ীক সংগঠনের নেতাকর্মীরা বিশেষ সভা করেন। সভায় সর্বসম্মতিক্রমে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন এ বন্দর দিয়ে সকল ধরনের পন্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী উভয় দেশের সকল ব্যবসায়ী ও বাণিজ্য সংশ্লিষ্ট সকল দপ্তরে নোটিশ পাঠানো হয়। যার একটি কপি বুড়িমারী স্থবন্দর কার্যালয়ের নোটিশ বোর্ডে ঝুলে দেয়া হয়।
সিদ্ধান্ত মতে, শনিবার(২৭ সেপ্টেম্বর) থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বন্ধ থাকবে বন্দরের সকল ধরনের পন্য আমদানি রফতানি কার্যক্রম। যার সাথে যুক্ত হয়েছে শুক্রবার সাপ্তাহিক ছুটি। সব মিলে শুক্রবার(২৬ সেপ্টেম্বর) থেকে পরবর্তি সপ্তাহের শনিবার(৪ অক্টোবর) পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে এ বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। আগামী ৫ অক্টোবর যথারীতি সচল থাকবে বন্দরের সকল ধরনের কার্যক্রম।
এ ছুটি কালিন সময় উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে এবং পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আশরাফুল ইসলাম।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে উভয় স্থলবন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন আমাদিন রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।আগামী ৫ অক্টোবর পুরোদমে ব্যবসায়ী কার্যক্রম পূণরায় চালু হবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে সাপ্তাহিক ছুটির দিনসহ ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। তবে, সরকারী ছুটির দিন ব্যাতিত শুল্ক (কাস্টমস) দপ্তরের কার্যক্রম সচল থাকবে।