প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান নাদিম সরকার ১৫ টি পূজা মন্ডপে অনুদান প্রদান করেছেন

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলায় আসন্ন শারদীয় পূজা ২০২৫ ইং এর উদযাপন উপলক্ষে নরসিংদীর জয়নগর ইউনিয়নে ১৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন জয়নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নাদিম সরকার।

অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার  বিকেলে, জয়নগর ইউনিয়ন পরিষদ এর হলরুমে এই অনুদান প্রদান করা হয়। চেয়ারম্যান মোঃ নাদিম সরকার ব্যক্তিগত অর্থে জয়নগর ইউনিয়নে মোট ১৫ টি পূজা মন্ডপের সভাপতির নিকট আর্থিক অনুদান বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও জয়নগর ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ বজলুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি উজ্জ্বল দেবনাথ,সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস,জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর সভাপতি দুধির চন্দ্র বিশ্বাস, জয়নগর ইউনিয়ন দূর্গা মন্দির কমিটির সাবেক সভাপতি তাপস চন্দ্র দাস, তাছাড়া ইউনিয়ন পূজা মন্ডপের বিভিন্ন ভক্তবৃন্দ এলাকার গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন