প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চয়ন কুমার রায়

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন ফেডারেশন মাঠে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) কোইকার অর্থায়নে, সেভ দ্য চিল্ড্রেন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত “জননী প্রকল্প”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ জালাল, উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, লালমনিরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

ডাঃ দীপংকর রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর উপজেলা

মোঃ সাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, লালমনিরহাট সদর

মোঃ আলম সরকার, ব্যবস্থাপনা কমিটির সদস্য (FWC), হারাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

গোলাম এলাহী, সভাপতি, হারাটি ইউনিয়ন ফেডারেশন
মোঃ জুলফিকার আলী, অফিসার, গভর্ন্যান্স অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন, জননী প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ

মোঃ রোকনুজ্জামান, অফিসার-ক্যাপাসিটি বিল্ডিং, জননী প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ

মেলার উদ্দেশ্য
মেলার মাধ্যমে গর্ভবতী মা, প্রসূতি মা, শাশুড়ি ও স্বামীদের একত্রিত করে পরিবারে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা, নবজাতকের যত্ন এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা
হারাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত গর্ভবতী মা, প্রসূতি মা, শ্বাশুড়ি, স্বামীসহ স্থানীয় জনগণ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পরিবারে নারীস্বাস্থ্য ও মাতৃত্বকালীন যত্নের গুরুত্ব সম্পর্কে ধারণা নেন।

পুরস্কার ও গাছ বিতরণ
মেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত প্রতিটি অংশগ্রহণকারীর মাঝে একটি করে গাছ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গাছ বিতরণের উদ্দেশ্য হলো পরিবার ও সমাজে পরিবেশবান্ধব চিন্তা ছড়িয়ে দেওয়া এবং মাতৃত্বকালীন স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সবুজায়নের গুরুত্বও তুলে ধরা।

অতিথিদের বক্তব্য
প্রধান অতিথি মোঃ শাহ জালাল বলেন, “নারী ও শিশুস্বাস্থ্য রক্ষায় পরিবারে শাশুড়ি এবং স্বামীর সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। এ ধরনের মেলা সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”

ডাঃ দীপংকর রায় বলেন, “প্রসূতি মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা বিভাগ সবসময় পাশে আছে। জননী প্রকল্পের এই উদ্যোগ প্রশংসনীয়।”

বিশেষ অতিথিরা বলেন, পরিবারে নারী-পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাতৃমৃত্যু হার কমানো সম্ভব নয়। তাই প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসচেতন হতে হবে।

আয়োজনের গুরুত্ব
জননী প্রকল্পের কর্মকর্তারা জানান, এই মেলার মাধ্যমে পরিবারে শ্বাশুড়ি ও স্বামীদের আরও বেশি সম্পৃক্ত করা হচ্ছে যাতে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে নারীরা প্রয়োজনীয় সহায়তা পান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন