
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ০২ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে পূজা শেষ হবে। এ উৎসবকে ঘিরে গাইবান্ধা জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব ফোর্সেস।
র্যাব সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় এ বছর প্রায় ৫৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
র্যাব-১৩ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকেও জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকি করা হবে।
র্যাব জানায়, কোনো দুষ্কৃতিকারী চক্র কর্তৃক হামলা, ভাঙচুর, চুরি কিংবা যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে।
র্যাব কোম্পানি কমান্ডার মো. আলিচ উদ্দিন, পিজিএম, অতিরিক্ত পুলিশ সুপার বলেন,
দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। এই মহোৎসব নির্বিঘ্ন করতে র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।