প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় পুলিশের TOT কোর্সের উদ্বোধন

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ট্রেনিং অব ট্রেইনার্স (TOT) কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গাইবান্ধা ইন সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, ইন সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক আবু সায়েম প্রধান, পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাসহ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা।

প্রধান অতিথি ডিআইজি মোঃ আমিনুল ইসলাম নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা অর্জন এবং মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন