প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মরহুম নাসির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ গোলাপ হোসেন,স্টাফ রিপোর্টার: দিনাজপুরের ঘোড়াঘাট বাস স্ট্যান্ড মাঠে অনুষ্ঠিত হলো মরহুম নাসির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এ খেলায় মুখোমুখি হয়েছিলো বিরামপুর ও গাইবান্ধা দল। ম্যাচটি উত্তেজনাপূর্ণ ও জমজমাট ছিল। খেলা ১-১ গোলে ড্র হলেও, পরে ট্রাইফিকার মাধ্যমে গাইবান্ধা দল ৩-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়।ফাইনাল ম্যাচের সভাপতি ছিলেন জাহাঙ্গীর আলম, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার মিলন, যিনি জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সভাপতি এবং সাবেক মেয়র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মুক্তার হোসেন,আবুল কালাম আজাদ,মোঃ সাব্বির হোসেন,মোঃ মাহফুজুল হক এছাড়াও এ বি সি ঘোড়াঘাট এর পক্ষ থেকে মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।খেলার শেষের দিকে যখন ফলাফল নির্ধারণী ট্রাইফিকার পরিস্থিতি তৈরি হয়, তখন দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। গাইবান্ধা দলের দুর্দান্ত পারফরম্যান্স তাদের জয়ের দিকে নিয়ে যায়। এই মূহুর্তে, খেলার প্রতি গভীর ভালোবাসা এবং তরুণ খেলোয়াড়দের প্রতি উৎসাহ দেখানো হয়।এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি, স্থানীয় ফুটবল কমিউনিটির উন্নতির জন্য আরো এ ধরনের উদ্যোগ গ্রহণের গুরুত্বের ওপরও আলোচনা হয়। এ বিজয়ে গাইবান্ধা দল তাদের শক্তি ও একতা প্রমাণ করেছে, এবং আগামী দিনে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জাগিয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন