
সিরাজগঞ্জ প্রতিনিধ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানুষের জনদুর্ভোগ কমাতে যুবদল ছাত্র দল ও পৌর যুবদলের ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হয়েছে। প্রথমে সংস্কারকৃত রাস্তাটি তাড়াশ পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হতে শুরু হয়েছে এই মানবিক কাজ।
স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বৃষ্টি মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। পৌর সদর ছাড়াও উপজেলার বেশিরভাগ মানুষ এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন জনসাধারণ, স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরাও।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ (মাসুম) বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে ছিল প্রতিনিয়তই ঘটতো দুর্ঘটনা। নতুন করে সংস্কার করলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।
যুবদলের যুগ্ম আহবায়ক মিলন খান বলেন, রাস্তাটি উপজেলার গুরুত্বপূর্ণ পৌর শহরের যোগাযোগের একমাত্র পথ হওয়ায় প্রতিনিয়ত মানুষ দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা সংস্কার করে দেওয়া হচ্ছে এ জন্য যুবদল ছাত্র দল পৌর ছাত্র দলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো: ইমরান এইচ সজিব বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। তাড়াশ পৌর শহরের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওইসব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেব। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী নজরুল প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শেখ সাদী সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক বিশ্বাস, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিন্টু মির্জা, উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা সুব্রত কুমার সরকার এবং ছাত্রদলের নেতৃবৃন্দ রিফাত, তারিকুল, মাসুদ, রিপন, রুহুল, সেরাজ, ফাহাদ, মলিব, সুমন, সুজন, বিজয়, রাব্বি।