প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় র‌্যাব-১২ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফারুক ওরফে সজিব (৪৫) গ্রেফতার হয়েছে।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, বগুড়া সদর থানার গোদারপাড়া চারমাথা এলাকায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফারুক অবস্থান করছে। খবরের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফারুক ওরফে সজিব বগুড়া সদর থানার গোদারপাড়ার বাসিন্দা। তিনি দ্রুত বিচার আইন মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। র‌্যাবের বিশ্বাস—আইনশৃঙ্খলা রক্ষায় এই তৎপরতা বাংলাদেশকে অপরাধমুক্ত দেশ গড়ে তুলতে সহায়ক হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন