প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া আদালত এলাকা থেকে জোড়া হত্যা মামলার আসামির পলায়ন

আহসান হাবিব শিবলু, বগুড়া জেলা প্রতিনিধিঃ আদালতের মতো কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৪০)। এ ঘটনায় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীতে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে।পালিয়ে যাওয়া রফিকুল ইসলামের বাড়ি বগুড়ার দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি ওই এলাকার নছির আকন্দের ছেলে।কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, সোমবার দুপুরে হাজিরার জন্য রফিকুলকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। তবে হাজতখানা থেকে ফেরত নেওয়ার সময় আদালতের গেটের সামনে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে।প্রত্যক্ষদর্শীদের মতে, আদালতের মতো সংবেদনশীল এলাকায় এ ধরনের ঘটনা পুলিশের দায়িত্বে অবহেলার বড় দৃষ্টান্ত। নিরাপত্তার ফাঁকফোকর নিয়েই এখন উঠছে প্রশ্ন।ঘটনার পরপরই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং শুরু হয় চিরুনি অভিযান। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।পুলিশের একাধিক সূত্র জানায়, কয়েক মাস আগে দুপচাচিয়ার জিয়ানগর এলাকায় শ্বশুর ও পুত্রবধুকে শ্বাসরোধ করে হত্যার পাশাপাশি ডাকাতির ঘটনায় অন্যতম আসামি ছিলেন রফিকুল। তাকে ধরতে ইতিমধ্যে একটি বিশেষ টিম মাঠে নেমেছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আসতে পারে।ঘটনার পর আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতা নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও ভীতি তৈরি হয়েছে। প্রশাসনের শীর্ষ মহলেও এ নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এদিকে আদালতের চারপাশে ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান বসায় নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন