
মোঃ মিঠু মিয়া , গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী সরকারতাড়ীতে একটি সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে বাদিয়াখালী থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা সরকারতাড়ী বিএমকে ইটভাটার সামনে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় অটোরিকশায় থাকা ৬-৭ জন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।