
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বিশেষ করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন করে তর্ক-বিতর্ক। এ প্রেক্ষাপটে সাভারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেছেন—
“কোন কারণে যদি সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করে, তাহলে তারা সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসন পেতে পারে।”
ডা. সালাউদ্দিন বাবু মনে করেন, বাংলাদেশের সংবিধানে পিআর পদ্ধতির কোনো উল্লেখ নেই এবং সাধারণ মানুষও এ ব্যবস্থা বোঝে না। তাঁর মতে, ভোট হতে হবে আগের নিয়মে, যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণ ও রায়ের ভিত্তিতেই সরকার গঠিত হবে।
তিনি স্পষ্ট করে বলেন— “দেশের মানুষ ইতোমধ্যেই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। অথচ দেশের একটি ছোট দল নিজেদের স্বার্থে পিআর পদ্ধতির কথা বলছে, যা জনগণের স্বার্থে নয়।”
প্রতিষ্ঠাবার্ষিকীর আবহে রাজনৈতিক বার্তা
আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণস্বাস্থ্যের পিএইচএ ভবনে আয়োজন করা হয়েছিল আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। জনপ্রিয় শিল্পীদের গান পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। কিন্তু সেই আনন্দঘন পরিবেশেও রাজনৈতিক প্রসঙ্গ ঘিরে বাবুর বক্তব্য আলোচনায় স্থান করে নেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আল মামুন। তাঁদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও বর্ণময় করে তোলে।