প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ সবুজ (৪১), পিতা-মৃত আঃ বারেক, সাং-কেদারপুর, বাবুগঞ্জ, বরিশাল; বর্তমানে কুরগাঁও নবীনগর এলাকায় ভাড়াটিয়া।
২। মোঃ রিয়াজ উদ্দিন (৩৫), পিতা-মৃত আঃ মজিদ, সাং-ঘোষবাগ পশ্চিমপাড়া, আশুলিয়া, ঢাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রিয়াজ উদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলাগুলো হলো—
২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে মোট ১২টি মামলা ও জিডি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ ও ২০১৮-এর বিভিন্ন ধারায় একাধিকবার অভিযুক্ত।
পূর্বের বেশ কয়েকটি মামলায় চার্জশিটভুক্ত আসামীও হয়েছেন তিনি।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন