
আহসান হাবিব শিবলু, স্টাফ রিপোর্টারঃ
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২০সেপ্টেম্বর)সকাল ১১টায় বগুড়ার সারিয়াকান্দি অস্থায়ী আর্মি ক্যাম্পের হলরুমে“দি স্ট্রাইকিং টুয়েলভ”এর ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সাদিকুর রহমান।এসময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান বলেন, আমাদের দায়িত্ব হলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা।পূজার সময় সেনাবাহিনী মাঠে থাকবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।তিনি বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা মাঠে থাকবে।সোনাতলা থানার ওসি রওশন কবির বলেন,পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি দিক খতিয়ে দেখা হবে।এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা বলেন,আমরা প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করব।সাধারণ সম্পাদক নিরাঞ্জন সরকার বলেন,আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সমর্থন আমাদের পূজাকে আরও নিরাপদ করবে।সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, আনসার-ভিডিপি সদস্যসহ তিন উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।