প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

প্রযুক্তির যাদুকর সামিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদন: প্রযুক্তির জাদুতে সারা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ উদ্ভাবক মো. সামিউল ইসলাম। পিতা মো. শফিকুল ইসলাম ও মাতা মোছা. লাইজু বেগমের সন্তান সামিউল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের পূব গোপালপুর গ্রামের বাসিন্দা। বয়স মাত্র ২১ বছর। বর্তমানে তিনি ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি অধ্যয়নরত। শৈশব থেকেই স্বপ্ন ছিল মানুষের কল্যাণে কিছু করার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখন পর্যন্ত তিনি তৈরি করেছেন ৫০টিরও বেশি প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য— • রোবট “নিলা”, যা মানুষের প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম • আরসি প্লেন ও ড্রোন, যা দুর্যোগকালে দুর্গতদের কাছে শুকনো খাবার পৌঁছে দিতে পারবে, এমনকি গোয়েন্দা কাজেও ব্যবহারযোগ্য • ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন • মাটি কাটার ভেকু মেশিন • ফায়ার ফাইটার রোবট গাড়ি • চোর ধরার মেশিন • এলপিজি গ্যাস লিক ডিটেকশন ডিভাইস • রাডার সিস্টেম প্রকল্প • স্মার্ট ডাস্টবিন • সোলার বাইসাইকেল • ইলেকট্রিক বোট ইত্যাদি আরও বহু উদ্ভাবন। তার এই অসাধারণ সব উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ সামিউল বিজ্ঞান মেলায় দুইবার প্রথম পুরস্কার অর্জন করেছেন। শুধু তাই নয়, তার অনন্য কাজ দেখে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) নতুন প্রকল্প তৈরির জন্য তাকে ফান্ডিংও দিয়েছেন। মেধাবী এই তরুণকে কেউ ডাকেন “বাংলার নিউটন”, আবার কেউ বলেন “আইনস্টাইন”। সামিউল জানান, তিনি ইতোমধ্যে নতুন কিছু অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং খুব শিগগিরই সেগুলো দেশবাসীর সামনে তুলে ধরবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন