প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারের ভাকুর্তায় অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :

সাভারের ভাকুর্তা ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ভাকুর্তার দুদু মার্কেট এলাকার একটি বাউন্ডারির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, সকালে স্থানীয়রা বাউন্ডারির ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “লাশটির হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত দেখে অনুমান করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে হত্যার কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে স্থানীয়রা জানায়, সকালে মার্কেটের পাশে লাশ পড়ে থাকতে দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে যায়।
নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন