প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটে মহেন্দ্রনগর বটতলা বাজার এ স্বপ্নময় সমবায় সমিতি লিমিটেড – এর শুভ উদ্বোধন করেন

চয়ন কুমার রায়

লালমনিরহাট জেলা প্রতিনিধি

 

লালমনিরহাট মহেন্দনগর ইউনিয়ন এর বটতলা বাজার এ স্বপ্নময় সমবায় সমিতি লিমিটেড – এর শুভ উদ্বোধন হয় ১৯/৯/২০২৫ ইং তারিখে এলাকার দিনমজুর লোকজন মিলে এই সমিতি করেন। সমিতির সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া বলেন এটা একটি সামাজিক সেবা মূলক প্রতিষ্ঠান।মহেন্দ্রনগর ইউনিয়ন এ স্বপ্নময় সমবায় সমিতি লিমিটেড এর প্রয়োজন এবং দক্ষ জনোগোষ্ঠী গড়ে উঠতে পারে স্বপ্নময় সমবায় সমিতির মাধ্যমে।

আমাদের এলাকায় এখনো অসংখ্য পরিবার দরিদ্র অবস্থায় রয়েছে স্বপ্নময় সমবায় সমিতি লিমিটেড এর মাধ্যমে তাদের দারিদ্র্য বিমোচন করতে পারে, এবং স্বপ্নময় সমবায় সমিতির মাধ্যমে তার মূল্য উৎপাদন করা, সাধারণ সদস্যদের অধিকার এখনি ফিরিয়ে দেওয়ার এখই সময়, এবং স্বপ্নময় সমবায় সমিতির মাধ্যমে তার রশি শক্তকরে ধরার এখনই মুখ্যম সময়। মহেন্দ্রনগর ইউনিয়ন ও বটতলা এলাকার বাসিন্দারা অনেক সম্ভ্রান্ত শালীরা এই স্বপ্নময় সমবায় সমিতি লিমিটেড এর সদস্য হিসেবে থাকার চেষ্টা করবেন।

দৈনিক কলম যোদ্ধা ও উজ্জ্বল বাংলাদেশ লালমনিরহাট জেলা প্রতিনিধি চয়ন কুমার রায় সহ এলাকার জনপ্রতিনিধি এবং সম্মানিত ব্যক্তিগণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

মহেন্দ্রনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড় কৃষক দল এর সভাপতি মিঠু সরকার বলেন আপনাদের হাত ধরে এই স্বপ্নময় সমবায় সমিতি অনেক দূর এগিয়ে নিতে পারেন।তিনি আরও বলেন মহেন্দ্রনগর ইউনিয়ন এর বাজারস্ত সকল প্রকার ব্যবসায়িক বৃন্দের বাজার কেন্দ্রিক যে কোন ধরনের যৌক্তিক সমস্যার প্রয়োজনে স্বপ্নময় সমবায় সমিতি সর্বদাই আপনার পাশে থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন