প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

“স্বাস্থ্যসেবা মানুষের জন্মগত অধিকার” — ফ্রি ক্যাম্প উদ্বোধনে লায়ন খোরশেদ

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :

মানুষের জন্য মানুষের হাত বাড়ানো
সাভারের শহীদ মজনু একাডেমী মাঠে শনিবার সকালে এক অনন্য আয়োজন দেখা গেল। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুরু হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম বলেন,
“স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। দেশ যখন তা নিশ্চিত করতে পারে না, তখন কিছু মহতী মানুষ নিজ উদ্যোগে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমাদেরও দায়িত্ব অসহায়দের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা যেন শুধু মুখের কথায় সীমাবদ্ধ না থেকে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন। মানুষের কল্যাণে সকলে মিলিতভাবে কাজ করলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত “গ্রিন সাভার, ক্লিন সাভার” গড়ে তোলা সম্ভব।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনুস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইউনুস উদ্দিন, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবুসহ আরও অনেকে।
আয়োজকদের মধ্যে ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কমল চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, স্থানীয় ছাত্রদল নেতা মোনতাসির নাবিল ও জোহায়ের আন্দালিব।
আয়োজকরা জানান, প্রতিটি ক্যাম্প তিনদিনব্যাপী চলবে। শুধু একটি এলাকায় সীমাবদ্ধ না থেকে পর্যায়ক্রমে সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। এর মাধ্যমে হাজারো সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে লায়ন খোরশেদ আলম ও স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা দেখিয়েছেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণেও হতে পারে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন