প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় সীডস প্রকল্পের জলবায়ু ও দর্যোগ ফোকাল পার্সনদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  গাইবান্ধার সাঘাটায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত সীডস প্রকল্পের উদ্যোগে জলবায়ু ও দুর্যোগে ফোকাল পার্সনদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ভরতখালী উল্লা বাজার প্রকল্প অফিসে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান
১৮ টি আত্মনির্ভরশীল দলের ১৮ জন ফোকাল পার্সন অংশগ্রহণকারী এই প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব,অভিযোযন সক্ষমতা বৃদ্ধি,পরিবেশ দুষন রোধ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ব্যবহার করে আত্মনির্ভরশীল দলে বিষয়গুলো ছড়িয়ে দিতে কাজ করবেন বলে জানান।
স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় জিইউকে পরিচালিত সীডস প্রকল্প সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ২ হাজার ৫০০ পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে।উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান ও উপজেলা কো-অর্ডিনেটর লাইজু বেগম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন