
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহিদুল ইসলাম। তাঁর এই অর্জনে গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘দৈনিক কলম যোদ্ধা’ পরিবার।‘দৈনিক কলম যোদ্ধা’ এর সম্পাদক ও প্রকাশক, মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান) এক বিবৃতিতে মোঃ মাহিদুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “মোঃ মাহিদুল ইসলাম ভাইয়ের এই স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের ফসল। তাঁর মতো একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিকের B.C.P.C কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য হওয়া নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানের জন্য একটি বড় পাওয়া।”মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান) আরও বলেন, “আমরা বিশ্বাস করি, মোঃ মাহিদুল ইসলাম তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর এই নতুন পথচলায় ‘দৈনিক কলম যোদ্ধা’ পরিবার সবসময় তাঁর পাশে থাকবে।”একই সাথে, ‘দৈনিক কলম যোদ্ধা’ পরিবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে মোঃ মাহিদুল ইসলামকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করার জন্য। তাঁরা আশা প্রকাশ করেন যে, B.C.P.C এর নেতৃত্বে দেশের সাংবাদিকতা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় এই সংগঠন নিরলস কাজ করে যাবে।এই মনোনয়নের ফলে দেশের সাংবাদিক মহলে আনন্দের ঢেউ লেগেছে এবং সকলেই প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।