
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জের আড়িলায় খা নদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম প্রাণবন্ত আয়োজন—ঐতিহাসিক নৌকা বাইচ। এ প্রতিযোগিতা ঘিরে আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকে হাজারো মানুষ ভিড় জমায় নদীর দুই তীরে ও হবিগঞ্জ সেতুর উপরে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছিল পুলিশের বিশেষ টহল। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান নদীতে ভ্রমণ করে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রতিযোগিতা উপভোগ করেন। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান উপস্থিত থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নৌকা বাইচে যোগ দেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির এবং মাদারীপুর জেলা বিএনপির, সিনিয়র নেতা, এডভোকেট জামিনুল রহমান মিঠু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। গ্রামবাসীর ভাষ্য, নৌকা বাইচ শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি গ্রামীণ জীবনের উৎসব ও মিলনমেলা। প্রতিবছর এ আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা নিয়ে আসে।