
মুকুল হোসেন সিংড়া (নাটোর)প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর বেলা ১১টায় সিংড়া উপজেলার অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে দুর্গোৎসব ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের উপলক্ষ্যে সিংড়া উপজেলা ১২টি ইউনিয়নের পূজাকমিটির সভাপতি দায়িত্বশীলদের নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ৮৫টি স্পটে দুর্গাপূজা উদযাপন কালে যেন কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি না ঘটে এবং সুষ্ঠুভাবে যাতে দুর্গাপূজা সম্পন্ন হয়, তার ওপরে ভিত্তি করেই আলোচনা হয়। ইউএনও মহোদয় ইউনিয়ন পর্যায়ের কমিটির দায়িত্বশীলদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। থানা অফিসার ইনচার্জ মোমিনুজ্জজামান তিনিও পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলদের উপস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দিকনির্দেশনা মূলক যৌক্তিক বক্তব্য প্রদান করেন, আরও বক্তব্য দেন উপজেলা আনসার ভিডিপি অফিসার শ্রী অভি কুমার, ফায়ার সার্ভিস অফিসার শাহীন হোসেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক শ্রী শীতল কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট শ্রী চান মোহন হালদার, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আবু সাইদ, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম রবিন খাঁন সহ প্রমুখ।