প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ার আদমদিঘীতে দুই ভ্যান খাদ্য বান্ধব চাল আটক

মোঃ মিনারুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়া আদমদীঘি উপজেলা আদমদীঘি সদর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বগুড়া টু নওগাঁ মহাসড়কের উপর থেকেদুই ভ্যান খাদ্য বান্ধব চাল আটক।
আর শুক্রবার আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বগুড়া টু নাটোর মহাসড়কের উপর আদমদীঘির খাদ্য বান্ধব ডিলার সিপ সাহিদা, বাজারের ইসলামি ব্যাংক এর নিচ তলা সাহিদা ডিলার গোডাউন থেকে দুই টি ভ্যান যোগে ৩৩ টি প্লাস্টিকের বস্তায় ১৬৫০ কেজি চাউল মুরইল বাজার নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ আদমদীঘি থানায় আটক করে রাখে। স্থানীয় জনগণের অভিযোগ চাল গুলো সরকারি খাদ্য বান্ধব এর চাউল বলে তারা আটক করে রেখেছে। সরকারি চাল এর বস্তা নয় প্লাস্টিকের বস্তায় চাউল আছে উদ্ধার খাদ্য বান্ধব এর ১৬৫০ কেজি চাল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন