প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী পৌরসভায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ জনতার মেয়র নামেই পরিচিত

‎মোঃ উজ্জ্বল সরকার,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পলাশবাড়ী পৌর সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরুণপ্রজন্মের কাছে জনপ্রিয় নেতৃত্ব সমাজসেবক আবুল কালাম আজাদ আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ব্যপক বিস্তৃত। স্থানীয়ভাবে তিনি-জনতার মেয়র-নামে পরিচিত। গত পৌর নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রতীকে বিএনপির প্রতিকূল পরিস্থিতিতে তিন হাজারের অধিক ভোট পেয়ে স্হানীয় রাজনিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন।‎আবুল কালাম আজাদ বলেন,পলাশবাড়ী পৌরসভা এবং এর ২৪টি গ্রামের মানুষের সেবায় কাজ করার জন্য আমি আগ্রহী। এলাকাবাসী আমাকে সব সময় পাশে পেয়েছে, ভবিষ্যতেও আমি মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।‎ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে সমাজসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন আবুল কালাম আজাদ।তিনি একজন শিক্ষিত, সৎ ও যোগ্য নেতা হিসেবে সর্বমহলে ইতিবাচক ইমেজ তৈরি করেছেন। গরিব-দুঃখী মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে আসছেন তিনি।
‎আবুল কালাম আজাদ তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো স্বার্থ দেখি না। পলাশবাড়ী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। এজন্য শিক্ষা বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সমঅধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা হাতে নেব। এলাকাবাসীর দোয়া ও সমর্থন পেলে আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক ও উন্নত পৌরসভা উপহার দিতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
‎

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন