
মোঃ ইব্রাহিম সরকার, স্টাফ রিপোর্টার: লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেত্ববৃন্দরা। সভায় পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও আলো, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবারের দুর্গাপূজা উপলক্ষে আদিতমারী উপজেলায় মোট ১১৪ টি পূজামণ্ডপ রয়েছে। সভায় বক্তারা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।