প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ঈদ-ই মিলাদুন্নবী(সাঃ) অনুষ্ঠান

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪৪৭ হিজরি ২৬ শে রবিউল আউয়াল, দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত মাদারীপুর জেলার টেকেরহাটে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত হলো মহা- পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ)। ঈদ – ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান হাওলাদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ফাইজুর রহমান মামুন ( ইসমিক স্টাডিজ) উপস্থিত ছিলেন প্রভাষক খায়রুন্নেসা আফরোজা,প্রভাষক সালমা ইয়াসমিন সহ সহকারী শিক্ষক মাহমুদা খানম (ইসলাম শিক্ষা) সহকারী শিক্ষক বাতেনুজ্জামান জুয়েল। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন মহানবীর জীবনী শুধু আলোচলাই নয় আমাদের জীবনে এর প্রয়োগ ঘটাতে হবে। তাহলেই সমাজ,রাস্ট্র সঠিক পথের দিশা পাবে।পরে প্রতিষ্ঠানের কোমলমতী শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত,হামদ-নাত,ইসলামিক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন