প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

প্রবাস জীবন সাংবাদিক লুৎফুর রহমান রাকিব জীবিকার তাগিদে ছাড়ছে দেশ কতো শত লোক

প্রবাস জীবন সাংবাদিক লুৎফুর রহমান রাকিব জীবিকার তাগিদে ছাড়ছে দেশ কতো শত লোক – ভাগ্যের চাকা ঘুরাইতেই হবে দেশে আপন লোক। ঝড়, বৃষ্টি, গরম, ঠান্ডায় কতো কষ্ট করে প্রবাসির জন্য প্রান কাঁদে হৃদয় গহীনে। বউ,ছেলেমেয়েরা গুনতে থাকে আর ক’দিন আছে বেতন হলেই করবে বায়না দূর প্রবাসির কাছে। প্রবাসের টাকা অনেক কর্মটা বেশ ভারি, নিজের চিন্তা নাহি করে টাকা পাঠায় বাড়ি। আপন জনে নিলে বিদায় দিতে পারেনা মাটি, প্রবাস জীবন কতো সুখের জানে শুধু তারাই। মুখে তাদের কৃত্রিম হাসি,অন্তরে হয় রক্তবিক্ষরন। দিবা আলোকে ঝরে ঘাম,রাতে নয়নের জল। প্রবাসের তকমা বেশ ভারি এক্কাকৃৃত্বের মরুভূমি শত কষ্ট হলেও তার বলার নেই সাথি। পরিবারের মুখে হাসি দেখতে করছে কঠোর পরিশ্রম বিদেশের অর্থ দেশে পাঠিয়ে অবদান রাখছে দেশের রেমিট্যান্সে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন