প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফারুক হোসাইন, নিজস্ব প্রতিনিধি

আজ ১৮ ই সেপ্টেম্বর ২০২৫ কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আসন্ন সারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুস্ঠিত হয়,এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: জাকিয়া সুলতানা অনুস্ঠানে উপস্তিতির কালীগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ, বাংলাদেশ সেনাবাহিনীর কালীগঞ্জ উপজেলার কমান্ডিং অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা,বাংলাদেশ জামায়েত ইসলাম এর লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ হায়দার লাভলু,উপজেলা আমির রুহুল আমিন,ভোটমারি ও দলগ্রামের চেয়ারম্যানবৃন্দ,ফায়ার সার্ভিস অফিসার,উপজেলা আনসার কর্মকর্তা ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম,পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলার সভাপতি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সেখানে উপস্থিত ছিলেন। সম্পাদক, জাকিয়া সুলতানা বলেন কালীগঞ্জ উপজেলায় মোট পূজামন্ডপ রয়েছে ৯১,কালীগঞ্জে উপজেলার পক্ষ থেকে অনেক জোরালো নিরাপত্তা রাখা হয়েছে এবারের দূর্গা পূজায় এবার,কোনো ঘাটতি রাখা হয়নি, এবারের পূজা উদযাপনে সকল মন্দির বা পূজামন্ডপে সিসি ক্যামেরার আওতায় থাকবে,এছারাও পুলিশ, র‍্যাব,আনসার,সেনাবাহিনী,গোয়েন্দা মাঠে থাকবে,এছারাও বাংলাদেশ জামাতে ইসলামি এর আলাদা স্বেচ্ছাসেবক থাকবে এবং বিএনপির পক্ষ থেকে প্রায় ১৬০০ স্বেচ্ছাসেবক থাকবে।সবশেষে সকলেই সামান্য মিলাদ নিয়ে প্রস্তুুতিমূলক সভা শেষ হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন