প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোর উপজেলার পাঁচান্দর ইউপিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত

সোহানুল হক পারভেজ রাজশাহী :

রাজশাহী জেলার তানোর উপজেলা ৩নং পাঁচন্দর ইউপির ৪ নং ওয়ার্ড যুব বিভাগ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোঃ আরশাদ আলী,সভাপতি ওয়ার্ড যুব বিভাগ, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হাফেজ সৈয়দ আলী আরো উপস্হিত ছিলেন সহঃসেক্রেটারী তানোর উপজেলা জামায়াত ইসলামী,বিশেষ অতিথিঃ জনাব মোঃ জুয়েল রানা, আমীর ৩ নং পাঁচন্দর ইউপি,মাওলানা সেলিম রেজা,সেক্রেটারি ৩নং পাঁচন্দর ইউপি,মাওলানা ওয়াজেদ খলিল, সেক্রেটারি ওলামা বিভাগ, মাওলানা হাসিবুল ইসলাম, সভাপতি যুব বিভাগ ৩নং পাঁচন্দর ইউপি,আয়োজক মোঃ রাসেল রানা,

সার্বিক সহযোগীতায়ঃ মাওলানা গোলাম কিবরিয়া,ওয়ার্ড সভাপতি ও মোঃ রবিউল ইসলাম ৪ নং ওয়ার্ড মেম্বার পার্থী।
সভায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করা যায়, ইসলাম প্রতিষ্ঠা হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত বিষয়ে দীর্ঘ সময় আলোচনা করেন অতিথিরা।
পরিশেষে সকলের দীঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে,দুআ পাঠের মাধ্যমে অত্র ওয়ার্ডের সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন