প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় সাব্বিরের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন করলেন কনটেন্ট ক্রিয়েটর লেলিন

গাইবান্ধা প্রতিনিধি: পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা এজাহার দায়ের, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মানহানিকর পোস্ট এবং মিথ্যাভাবে মানববন্ধন করার প্রতিবাদে জনৈক লাক সাব্বির ওরফে রাব্বি নামের এক ব্যক্তির বিরুদ্ধে পাল্টা মানববন্ধন করেছেন গাইবান্ধার আসির ফয়সাল লেলিন।তিনি তার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, ব্লাকমেইল, ফেসবুক হ্যাক ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সঠিক তদন্ত এবং আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের দাবি করে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেন।১৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে সচেতন গাইবান্ধাবাসীর আয়োজনে জেলা নাট্য সংস্থার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে আসির ফয়সাল লেলিন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার সচেতন নাগরিক মোঃ বাবলু মিয়া, সেলিম পারভেজ, হৃদয়, প্রবীণ সুরুজভান সহ আরো অনেকে।এই মানববন্ধনে গাইবান্ধার স্থানীয় সচেতন বাসিন্দাসহ স্কুল কলেজের শিক্ষার্থী এবং প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন