প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় বিউটি পার্লারের আড়ালে ইয়াবা ব্যবসা, ২,৪০০ পিসসহ নারীসহ তিনজন গ্রেপ্তার

 আহসান হাবিব শিবলু, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বিউটি পার্লারের কাজের আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় একটি ভাড়াবাসা থেকে ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান। পুলিশ জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকার মনসুর রহমানের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে আর্জিনা বেগম (৩৫) ও রিমা খাতুন (২৮) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর কৈচড় এলাকা থেকে আবু দারদা ওরফে সজিব (৩১) নামের এক সহযোগীকেও আটক করা হয়। ডিবি পুলিশের কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, স্বামী প্রবাসে থাকায় আর্জিনা বেগম মেয়েকে নিয়ে শহরের একটি ভাড়াবাসায় থাকতেন এবং কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে একটি বিউটি পার্লারে কাজ করতেন। তবে গোপন সূত্রে জানা যায়, ওই পার্লারের আড়ালে তারা সজিবের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। সোমবার সন্ধ্যায় অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী স্বীকার করেছেন, তারা সজিবের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তা বিভিন্ন স্থানে বিক্রি করতেন। ঘটনার বিষয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন