প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর ডান তীর ঘেঁষে মুন্সিরহাট খোলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদনঃ মঙ্গলবার বিকেলে টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সাঘাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে ৫ লাখ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।

অভিযানে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করেন। এসময় একটি বাল্ক হেড, দুটি চার সিলিন্ডারের মেশিন, একটি স্যালো পাম্প মেশিন, দুইটি ট্রাক্টর (কাকড়া গাড়ি) ও একটি ট্রলি জব্দ করা হয়।

অভিযান শেষে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান সাংবাদিকদের বলেন,
“ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে জানা যায়, জরিমানা করা ব্যবসায়ী জীবন রহমান সবুজ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় কাউকে আটক করা হয় নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন