প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মরহুম আব্দুর রশিদ আলী মন্ডল এর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদনঃ মরহুম আব্দুর রশিদ আলী মন্ডল এর জানাজা অনুষ্ঠিতগ্রামবাসী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাধীন ৯নং কামালের পাড়া ইউনিয়ন এর কৈচড়া গ্রামের এর বিশিষ্ট ব্যক্তি

মরহুম আব্দুর রশিদ আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ (আশি) বছর প্রায়। তিনি দীর্ঘদিন ধরে সহকারী স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত ছিলেন এ ছারাও এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক সেবা করে গেছেন।

অন্য ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং রোজঃ মঙ্গলবার কৈচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তাঁকে গ্রামের কবরস্থান/পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন