
নিজস্ব প্রতিবেদন: গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলার ৯ নং কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া দিগর প্রধান পাড়া গ্রামের প্রধান সড়কে টানা কয়েক দিনের বৃষ্টির কারণে পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙাচোরা কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে থাকে।স্থানীয়দের অভিযোগ, অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।এলাকার বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার বলেন, “প্রতিদিন এ রাস্তা দিয়েই আমাদের বাজারে যাওয়া লাগে। কিন্তু রাস্তায় কাদা আর পানি জমে যাওয়ায় চলাফেরা করা খুবই কষ্টকর হয়ে উঠেছে।”স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহিনুর রহমান সাজু বলেন, “রাস্তাটি মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরু হবে বলে আশা করছি।এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি মেরামত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।