প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সভাপতি শুভাশীষ সাধারণ সম্পাদক জয় সুজন কুমার তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি

সভাপতি শুভাশীষ সাধারণ সম্পাদক জয় সুজন কুমার তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি ।বিলাইছড়িতে সনাতনী ধর্ম্বাবলম্বীদের (সম্প্রায়ের) আসন্ন শারদীয় দুর্গা উৎসব(২০-২৪) উপলক্ষে পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তী সাধারণ সম্পাদক পদে জয় দে’কে দেওয়া হয়েছে। বুধবার ( ১৮ অক্টোবর) সকাল ৯ টায় নিজ মন্দিরে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি টি নিম্নরুপঃএতে আরো সহ-সভাপতি পদে কৃষ্ণ দাশ, মৃদুল ঘোষ,যুগ্ম সম্পাদক পদে হৃদয় দাশ,সাংগঠনিক ও সহসাংগঠনিক পদে পদে তন্ময় চক্রবর্তী ও অন্তুদে,অর্থ ও সহ অর্থ সম্পাদক পদে মান্না বিশ্বাস, শান্তু চক্রবর্তী,আপ্যায়ন সম্পাদক পদে প্রান্তদাশ ও রিপন দে,শিপন দে অর্পন দাস,মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রান্তিকা চক্রবর্তী,সীমা দে,সদস্য পদে রয়েছেন উৎস দে, বাবুলদাশ,রাহুল কর্মকার,জিৎ ঘোষ, জয়তু দাশএবং বিশ্বজিত কর। উপজেলা প্রতিনিধি ১৮/১০/২০২৩ ইং।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন