
শাহাদাত কামাল শাকিল: কুমিল্লার লালমাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১. ৪৫ টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা – মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটায় মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি লালমাই থানায় ( কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন। গত ১৫ আগষ্ট তিনি লালমাই থানায় যোগদান করেন, আগে তিনি হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
নিহতের পিতা বেলাল হোসেন বলেন, ছেলে আমার অসুস্থতার খবর শুনে বাড়ি আসার পথে দূর্ঘটনায় নিহত হয়। আমার ছেলের বউ ও ১ নাতি এবং ১ নাতনি রয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, কম্পিউটার অপারেটর রিয়াজের পিতার অসুস্থতার খবর শুনে সে বাড়ি যাওয়ার জন্য ছুটি নেয়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি রওয়ানা হলে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে সজোরে ধাক্কায় মুখমণ্ডল সহ থুতনিতে মারাত্মক আঘাত প্রাপ্ত হন।পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।