
মোঃ রুবেল হোসেন (সাভার প্রতিনিধি)ঢাকা :
সাভারে ছায়াবীথি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার ছায়াবীথি মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “সাভারকে একটি সুন্দর ও পরিকল্পিত সাভার হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি সেক্টরে কাজ করে যাবো, বিশেষ করে খেলাধুলার প্রতি আমার আলাদা দৃষ্টি আছে। কারণ খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে।” তিনি আরও বলেন, “সাভারের মানুষ যদি আমার পাশে থাকে তবে মাদককে শিকড়সহ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল—এই স্লোগানকে সামনে নিয়েই এগিয়ে যেতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মোল্লা, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।