
মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :
সাংবাদিকতার অঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে মনোনীত গুণীজনদের মধ্য থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করেছে ‘সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম’।
সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় সাংবাদিক শরীফ বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমার কাজের মূল্যায়ন করায় আমি সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে পেশাগত ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।”
শরিফুল ইসলাম শরীফ দীর্ঘদিন ধরে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাঁর বস্তুনিষ্ঠতা, সাহসিকতা এবং সামাজিক দায়বদ্ধতা সহকর্মীদের কাছেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের মাধ্যমে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন, তা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
তাঁর নির্ভীক সাংবাদিকতা তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার উৎস। তিনি বিশ্বাস করেন, গণমাধ্যম শুধু তথ্য জানানোর মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক হাতিয়ার, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
উল্লেখ্য, ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রতি বছর দক্ষিণ এশিয়ার সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা দিয়ে থাকে।
শরিফুল ইসলাম শরীফের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের জন্যও এক গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।