প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে নারী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া): বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী যুব সমাজের আয়োজনে স্থানীয় আজাদ হাইস্কুল মাঠে নারী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। তিনি বলেন, নারীরা আজ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে তারা সমাজ ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন খুবই জরুরি। ভবিষ্যতে নারী ফুটবলের উন্নয়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাবো। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সভাপতিত্ব করেন সোন্দাবাড়ী এতিমখানার সেক্রেটারি রাকিবুর রহমান আপেল। স্বাগত বক্তব্য রাখেন সোন্দাবাড়ী আজাদ হাইস্কুল কমিটির সভাপতি আমিনুল ইসলাম হিটলু। পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাদৎ হোসেন খান সাগর ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিক সাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হক হিরু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু প্রমুখ। খেলায় রংপুর প্রমিলা ফুটবল একাডেমিকে ৮-৯ গোলে হারিয়ে দিনাজপুর প্রমিলা ফুটবল একাডেমি জয়ী হয়। খেলা পরিচালনা করেন নয়ন, সাব্বির ও শহীদ।
Write to দৈনিক কলম যোদ্ধা নিউজ রুম ১

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন