
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা (৪০) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত মৌমিতা দীর্ঘদিন ধরে চারুকলা বিভাগে অধ্যাপনা করছিলেন। শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং সহকর্মীদের কাছে আন্তরিক। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দুপুরে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌস মৌমিতার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। পরবর্তীতে মরদেহ তার গ্রামের বাড়ি পাবনা জেলার উদ্দেশ্যে নিয়ে যান পরিবারের সদস্যরা।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এক শোকবার্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “মৌমিতা আপার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন নিষ্ঠাবান ও মমতাময়ী শিক্ষিকা। তার অবদান শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অকালপ্রয়াণে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোক।