সাতক্ষিরা জেলায় উত্তরা সার্বজনীন পূজা কমিটি কতৃক মন্দিরে নামাযের সময়সূচী চার্ট ঝুলান্ত অবস্থায় রাখা হয়েছে।
এ দিকে নামাজের সময়সূচী দেখে বন্ধ করতে হবে ঢোল ও গান বাজনার শব্দের ব্যবহার। উক্ত বিষয়ে ঐ মন্দির কমিটির ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ধাপগুলি সম্পর্কে অটল মিশন সম্পন্ন হয়েছে। উক্ত বিষয়ে মন্দির কমিটি ও সদস্যাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানান এলাকার মুসলিম সমাজ। এলাকাবাসী আরও বলেন, বাংলাদেশের সব মন্দিরে এমন হওয়া উচিত, তাতে হিন্দুদের ধর্মীয় আচার আচরণের প্রতি শ্রদ্ধাশীল আরও বেড়ে যাবে মুসলমানদের।
ঐ বিষয়ে এটা কেন করা হয়েছে জানতে চাইলে, পূজা কমিটির একজন জানান, পূজার সময় আমাদের ঢোলের বাজনায় অনেক শব্দ হয়। এতে মুসলমানদের মসজিদে নামাজের সমস্যা হয় তাই এই সময় সূচিটা মূলত এখানে দেওয়া হয়েছে যেন নামাজের শুরু থেকে ৩০ মিনিট পর্যন্ত আমাদের লোকজন ঢোল ব্যবহার বন্ধ রাখে এবং যদি কেউ ভুলে গেলেও কারও না কারও তো চোখে পড়বে এবং ঢোল এবং গানের আওয়াজ বন্ধ করে রাখে।