প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

চৌদ্দগ্রামে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মী আটক

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ভোরে মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—বিষবাগ গ্রামের সাখাওয়াত হোসেন রিয়াজ ও মো. আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে—চাইনিজ কুড়াল দুটি, রামদা তিনটি, দা পাঁচটি, নুনচাক একটি, ছুরি একটি, নক একটি, ওয়্যার কাটার একটি, কার্তুজ এক রাউন্ড, দূরবীন একটি, একটি পাসপোর্ট ও ১০টি মোবাইল ফোন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন