প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধা পৌর শহরে ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ মানববন্ধনের উদ্বোধন

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌর শহরে ঘাঘট পাড়ে মুক্তমঞ্চ মানববন্ধনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আনুষ্ঠানিকভাবে এ মানববন্ধনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলী, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মুক্তমঞ্চ মানববন্ধনের উদ্বোধন শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন