প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে সাভার থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় ফোর্সসহ এ অভিযানে অংশ নেন। তারা গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মেহেদী (৩০), পিতা মৃত আলতাফ, মাতা মৃত জোবেদা, সাং—নয়াপাড়া, চর সূত্রাপুর, থানা—বগুড়া সদর, জেলা—বগুড়া। বর্তমানে তিনি সাভার জয়নাবাড়ি (রংপুর বাজার) এলাকায় বসবাস করছিলেন।
২। মো. রুবেল (৩০), পিতা মো. জসিমুদ্দিন, মাতা রওশনারা বিবি, সাং—শ্যামপুর, থানা—নিয়ামতপুর, জেলা—নওগাঁ। বর্তমানে তিনি সাভারের জয়নাবাড়ি পূর্বপাড়ায় (বেপারিপাড়া রাজ্জাক সাহেবের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করছিলেন।
এ বিষয়ে ডিবি (উত্তর) এর কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা ইয়াবা ও গাঁজা স্থানীয়ভাবে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।
ঢাকা জেলা পুলিশের সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন