প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অদ্য ১০ নভেম্বর ২০২৫ ইং বুধবার বিকেলে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মু, আব্দুর রহিম সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর, মোঃ আফজাল হোসাইন অফিসার ইনচার্জ শিবপুর মডেল থানা, কে এম আবূ রায়হান সমাজ সেবা অফিসার শিবপুর।আবুল হারিছ রিকাবদার বীর মুক্তিযোদ্ধা সভাপতি শিবপুর উপজেলা বিএনপি,আবু ছালেক রিকাবদার সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা বিএনপি, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান নইম উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন কিরণ,বীর মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টার ,খবির উদ্দিন ভূঁইয়া ,শরীফ মেম্বার সহ অন্যান্য মুক্তিযুদ্ধাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন