প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি সাবেক এমপি ডাঃ দেওয়ান মো: সালাউদ্দিন

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :

ঢাকার সাভার মিনি ফুটবল স্টেডিয়ামে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ নেয় সাভার সোনালী অতীত ক্লাব বনাম পলাশ সোনালী অতীত ক্লাব। পুরো মাঠজুড়ে ছিল খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনা এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো: সালাউদ্দিন। তিনি খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব ও ভ্রাতৃত্ব বজায় রেখে খেলার আহ্বান জানান।
ডাঃ সালাউদ্দিন বলেন, “ক্রীড়া মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অস্থিরতা থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বিএনপি নেতা আব্দুর রহমান, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক।
খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করতে আয়োজকদের এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রীতি ম্যাচকে ঘিরে স্টেডিয়াম প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকরা জানান, এ ধরণের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন