প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় ভেজাল সার কারখানার সন্ধান: ভ্রাম্যমান আদালতে জরিমানা

আজহারুল ইসলাম সাদী

সাতক্ষীরায় একটি ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া গেছে। উক্ত ভেজাল সার কারখানায়

অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল কিটনাশক ঔষধ, মাছের খাবার ও ভেজাল সার জব্দ করে কারখানাটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার বৈধ কাগজপত্র না থাকায় ও ভৈজাল সার তৈরীর অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় বাংলাদেশ কৃষি রসায়ন নামক ভেজাল সার কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজুল ইসলাম।
এসময় ডিবি পুলিশ ও ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টেরপেয়ে কারখানার মালিক সাইফুল ইসলাম পালিয়ে যায়। পরে কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান প্লান গ্রথ রেগুলেটার হরমন পিজিআর, ভেজাল মাছের খাবার, ওফসন,প্লান কটন, ফিস জেল, জিও এসটার, সালফার, ওজন বৃদ্বির জন্য বালি, টিএসপিতে মিশানো বিপুল পরিমান ইটেরগুড়াসহ বিভিন্ন ভেজাল ক্যামিক্যালসহ অনান্য কৃষি ও মাছের জন্য উৎপাদিত ভেজালযুক্ত কিটনাশক এবং রাসায়নিক পদার্থ জব্দ করে কারখানাটি তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়।
এসময় কারখানার ম্যানেজার কামাল হোসেন কারখানর কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার স্বীকারোক্তিতে বাংলাদেশ কৃষি রসায়ন নামক ওই সার কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত বিপুল পরিমান ওই ভেজাল সার, কিটনাশক ও মাছের ঘেরে ব্যবহৃত তৈরী কৃত ভেজাল পন্য সামগ্রী বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক গৌরব দাশের জিম্মায় জব্দ রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামসহ সাতক্ষীরা (ডিবি পুলিশ) গোয়েন্দা পুলিশের সদস্যসহ বিসিক শিল্প নগরীর অনান্য কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন